রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। গোটা দেশে গতকালের থেকে সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশেরও বেশি। এই পরিস্থিতিতে শুরু হল ১৮ উর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া। কলকাতার ১৩৩টি কেন্দ্র থেকে মিলবে বুস্টার।