আচমকা মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ’। লিঙ্কে ক্লিক করলেই ফোন অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপ ইনস্টল হলেই ফোনের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাচ্ছে। অযথা আতঙ্কিত হবেন না। আপনার ফোনের তথ্য, ছবি অন্যদের হাতে চলে যাচ্ছে। ছবি বিকৃত করে হুমকি দেওয়া হচ্ছে, টাকা দাবি করছে। সিইএসসির নাম করে ফেক মেসেজ পেয়ে বিভ্রান্ত হচ্ছেন গ্রাহকরা। চিনা লোন অ্যাপ নিয়ে সতর্ক লালবাজার। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে।