চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখার তলব। মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ। টাকার বিনিময়ে প্রাথমিক-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির অভিযোগ। সরকারি চাকরির নামে দেড় কোটি টাকা তোলার অভিযোগ। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ৩। তৃণমূল বিধায়কের তাপস সাহার আপ্ত সহায়ক-সহ ৩জন গ্রেফতার । যদিও ধৃত প্রবীর কয়ালকে আপ্ত সহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক। কিছুক্ষণ আগেই তেহট্টের তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিস। নোটিস নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।