পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বেআইনিভাবে বালি পরিবহণের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকে চলছে দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ। রানিগঞ্জের টিরাট এলাকায় দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য একটি ঠিকাদারি সংস্থা বালি তোলার কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংলগ্ন রাস্তা দিয়ে ১০ টনের বেশি ভারী মালপত্র পরিবহণের অনুমতি নেই। অথচ লরিতে ৩০ থেকে ৪০ টন বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাতে রাস্তার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রতিবাদে লরি আটকে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।