Gujrat : প্রবল বর্ষণে বিপর্যয়, গুজরাতের স্কুল থেকে ২০০ জন পড়ুয়াকে উদ্ধার

ABP Ananda 2022-07-13

Views 99

প্রবল বর্ষণে বিপর্যয়। গুজরাতের আনন্দে জল বইতে থাকা স্কুল থেকে ২০০ জন পড়ুয়াকে উদ্ধার করলেন স্থানীয়রা। স্কুলের পাশেই বড় জলাশয়। সেই জলাশয়ের জল উপছে রাস্তা ডুবে যায়। স্কুলেই আটকে পড়ে প্রাথমিকের ২০০ জন পড়ুয়া। এদিকে জল তখন ক্রমেই বাড়তে শুরু করছে। প্রবল বেগে জলস্ত্রোত বইছে রাস্তার ওপর দিয়ে।  সেই সময় আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা দড়ি ছুড়ে দেন স্কুলের দরজায়। সেই দড়ি ধরে কোনওরকমে রাস্তা পেরোয় পড়ুয়ারা। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS