দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ২০২১-এর ২০ নভেম্বর ক্যানিংয়ে বাড়ির কাছেই খুন হয়েছিলেন যুব তৃণমূলের নিকারিঘাটা অঞ্চল সভাপতি মহরম শেখ। দুষ্কৃতীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে খুন করে। ওই ঘটনায় ৩ অভিযুক্তকে আগে গ্রেফতার করেছিল পুলিশ। গতকাল রাতে মূল অভিযুক্ত রফিক শেখকে হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ।