ফের হাওড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। মৃত আম্মাজান বিবি উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, আজ বেলা ১২টা নাগাদ ছাগলের খাবার আনতে গিয়ে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হন ৮০ বছরের ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ১১ দিন আগে, উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরে কারখানা থেকে বাড়ি ফেরার পথে, সাইকেলের চাকায় ছেঁড়া তার জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের।