ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের সমস্যা সমাধানে আরও একধাপ এগোল রাজ্য সরকার। প্রকল্পের পাশে হিমঘর তৈরির জন্য কেনা হচ্ছে ৩ বিঘা জমি। এদিকে, পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে অবস্থানে অনড় জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। গত বুধবার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে প্রকল্পের পাশে হিমঘর তৈরির সিদ্ধান্ত হয়। সেই মতোই জমি কেনা হচ্ছে। সূত্রের খবর, ১৮ জুলাই ফের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে পারে জেলা প্রশাসন।