শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরে তরজা জারি। আজ উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের। তৃণমূলকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। ‘ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। খড়গপুরে কোনও প্রশাসনিক বৈঠকে সাংসদকে ডাকা হয় না। বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়। তৃণমূলের যাওয়ার মুখ নেই, তাই ভয়ে যাচ্ছেন না।’ কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।