ফের পুলিশের (Kolkata Police) জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ। গতকাল কালীঘাট (Kalighat) এলাকা থেকে এক মহিলা-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে মহিলা কর্মীকে সিগারেটে মাদক ভরে খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা করে শেখ বিনোদ। ধৃতের বিরুদ্ধে খুন, ডাকাতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার অপরাধ-সহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।