Burdwan Hooch Death : বর্ধমানে আরও ২ জনের মৃত্যু ঘিরে রহস্য, মদ খেয়ে এই পরিণতি ?

ABP Ananda 2022-07-09

Views 315

বর্ধমানে আরও ২ জনের মৃত্যু ঘিরে রহস্য। মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু ২ জনের। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠাল পুলিশ। ২ দিনে বর্ধমানে ৬ জনের রহস্যমৃত্যু। এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে বর্ধমান শহরে মৃত্যু হয় ৪ জনের। ২ হোটেল মালিক-সহ ৪ জনের মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য । মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু ? নাকি বিষক্রিয়ায় মৃত্যু? তদন্তে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS