Kalyani AIIMS Recruitment Scam : কল্যাণী এইমসে নিয়োগ ‘দুর্নীতি’, বিজেপি বিধায়কের মেয়েকে সিআইডি তলব?

ABP Ananda 2022-07-08

Views 62

কল্যাণী এইমসে নিয়োগ ‘দুর্নীতি’, এবার সক্রিয় সিআইডি । নিয়োগে দুর্নীতির অভিযোগে ২ বিজেপি বিধায়কের আত্মীয়কে সিআইডি তলব । চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে আজই সিআইডি তলব। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে সোমবার সিআইডি নোটিস। কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। দুর্নীতির অভিযোগে বিজেপির ২ সাংসদ, ২ বিধায়ক-সহ ৮জনের বিরুদ্ধে এফআইআর। যোগ্যদের বদলে প্রভাব খাটিয়ে পরিবার-পরিজনদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্রের ধারায় ৮জনের বিরুদ্ধে পুলিশের এফআইআর। ‘এখনও কোনও নোটিস পাইনি’, দাবি নীলাদ্রিশেখর দানার মেয়ের। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS