তাঁরা বাল্যবন্ধু। প্রথম দেখা শৈশবের এক জন্মদিনের পার্টিতে। তারপর থেকে একসঙ্গেই বেড়ে ওঠা সৌরভ গঙ্গোধ্যায় (Sourav Ganguly) ও বৈশালি ডালমিয়ার (Baishali Dalmiya)। বৈশালির আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) কন্যা। শুক্রবার পঞ্চাশ পূর্ণ করলেন মহারাজ। প্রিয় বন্ধুর বিশেষ এই দিনে লন্ডন থেকে এবিপি আনন্দের ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবিপি লাইভে একান্ত সাক্ষাৎকার বৈশালি ডালমিয়া-র। শোনালেন দাদার অজানা গল্প।