ডিজনি প্লাস হটস্টারে আজ থেকে দেখা যাবে ‘কফি উইথ করণ সিজন সেভেন।’ প্রথম এপিসোডে (Episode) করণের অতিথি রণবীর সিং এবং আলিয়া ভাট (Alia Bhat)। মিস ইন্ডিয়া (Miss India) সিনি শেঠীর ভবিষ্যত পরিকল্পনা কী? কীভাবে সাফল্যের সিঁড়ির একের পর এক ধাপ পেরিয়ে ভারত সেরা সুন্দরীর মুকুট জিতলেন তিনি? এক্সক্লুসিভ আড্ডায় অকপট সিনি শেঠী। পিলুর শ্যুটিং অবসরে সিরিয়ালের গল্প নয়। মজার গেম খেলল ধ্রুব আর ইধিকা। একটি ছবি দেখে অভিনয় করে অন্যজনকে বোঝাতে হবে তিনি কোন তারকা। দেখুন এই মজার খেলা।