LPG Price Rise: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নাজেহাল সাধারণ মানুষ। Bangla News

ABP Ananda 2022-07-07

Views 32

একলাফে ৫০ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের (LPG) দাম। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। মাথায় হাত সাধারণ মানুষের। এই নিয়ে গত ২ মাসে রান্নার গ্যাসের দাম (Price Rise) ১০৩ টাকা বাড়ানো হল! শুধু মাত্র এ বছরেই ৭ মাসের মধ্যে ৪ বার বাড়ানো হল রান্নার গ্যাসের দাম! গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। ২০২০ সালের ডিসেম্বরে, যে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা, বুধবার তার দাম হল ১ হাজার ৭৯ টাকা। বিরোধীদের নিশানায় কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।  

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS