শিক্ষার পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও (Health) নিয়োগ দুর্নীতির (corruption) অভিযোগ। মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে (Kolkata HighCourt)। এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ- পর্যবেক্ষণ আদালতের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। বুধবার মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে। বিচারপতিরা বলেন, 'এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ। কিছু ব্যক্তিকে বেছে বেছে নিয়োগ করা হয়েছে। তাঁরা ব্লু আইড হিসাবে বিবেচিত হয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনভাবেই কোনও ব্যক্তির অসংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়। তাই সত্য খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজনীয়।'