কালীঘাটকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র্যাঙ্ক। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে । চন্দননগরের নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি।