মুখ্যমন্ত্রীর বাড়িতে এক সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনার তদন্তে, এবার সিট তৈরি করল লালবাজার। জামার ভিতরে রড লুকিয়ে ওই ব্যক্তি কেন সেখানে গেছিলেন? তা খতিয়ে দেখবে সিট। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য জারি হয়েছে নতুন নির্দেশ