কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি শুভেন্দু অধিকারীর। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি বিরোধী দলনেতার। এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু অধিকারী। "মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু। "মৃত সিরাজুল তৃণমূল কর্মী ও ডোমকলের বাসিন্দা। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগনায় এই ধরণের ঘটনা ঘটছে। বাংলায় বোমা তৈরি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীরা বোমা তৈরি করছে। বিরোধীদের ভয় দেখাতে বোমা তৈরি করছে তৃণমূল কর্মীরা। বারবার টার্গেট করা হচ্ছে বিজেপি নেতা-কর্মীদের। বারবার পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে।" অমিত শাহকে চিঠি দিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু অধিকারীর।