৫ হাজার বর্গ মিটারের বেশি আয়তন সম্পন্ন আবাসনগুলি থেকে আর পচনশীল বর্জ্য সংগ্রহ করবে না কলকাতা পুরসভা। বড় আবাসনগুলিকে নিজেদেরই পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে। তার জন্য আবাসন এলাকাতেই বসাতে হবে জৈব বর্জ্য কনভার্টার। সিদ্ধান্ত কলকাতা পুরসভার।