Howrah: বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই

ABP Ananda 2022-07-04

Views 19

বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে খুনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। সিবিআই সূত্রে খবর, ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় সিআইডি-র কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করে। সেই নথি খতিয়ে দেখেই খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই। খবর সূত্রের।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS