** Uiisii HM13 **
এই ইয়ারফোন টি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি এবং বাজেটের মধ্যে বেশ ভালো বিল্ড কোয়ালিটির জন্য।
সাউন্ড - এই ইয়ারফোনটির সাউন্ড শুনেছে কিন্তু তার প্রেমে পড়েনি এমনটা খুবই বিরল।
মূলত যারা ব্যালেন্সড সাউন্ডের পাশাপাশি পাঞ্চি ডিপ বেইজ পছন্দ করে তারা এইটার প্রেমে পড়বেই।
ইয়ারফোনটিতে লো, মিড, হাই সবকিছুই পারেফেক্ট। মিউজিকের প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট দারুণভাবে ক্যাচ করে এই ইয়ারফোনটি। এর মধ্যে ভোকালও যথেষ্ট ক্লিয়ার।
তবে যারা গানের মধ্যে শুধু বেইজটাকেই প্রাধান্য দেন। মানে যারা দুমদাম বেইজ লাভার তাদের জন্য এই ইয়ারফোনটি আমি সাজেস্ট করবো না। এর মাউথস্পিকারটিও বেশ ভালো মানের। এই বাজেটে এর চেয়ে বেশি আশা করাও ঠিক না।
বিল্ড কোয়ালিটি - পাঁচশো টাকার কমে এইটাই একমাত্র কোয়ালিটি ইয়ারফোন যেটায় ব্রেইডেড ক্যাবল দেয়া হয়েছে। ব্রেইডেড ক্যাবল মানেই ভালো বিল্ড কোয়ালিটি। ইয়ারফোনটির ক্যাবলের তিন ভাগের দুইভাগই ব্রেইডেড ক্যাবল, বাকি অংশ রবার কোটেড।