' তরুণ মজুমদারের ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ অনবদ্য। যত ছবি দেখেছি, ছবির সিচ্যুয়েশন ও রবীন্দ্রসঙ্গীতের অনন্য মেলবন্ধন দেখিয়েছেন। এক সময় গিটার বাজাতাম, ওঁর সঙ্গে একবার মিউজিক সিটিং হয়েছিল , ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। উনি দেখিয়ে দিয়েছিলেন ছবি সকলের জন্য বানাতে হয়। ' .... শোকজ্ঞাপনে বললেন জিৎ গঙ্গোপাধ্যায়।