আমরা অভিভাবক হারালাম। চল্লিশ বছর ধরে ব্যক্তিগত পরিচয়। শিক্ষিত বাঙালি সমাজের জন্য পরিচ্ছন্ন ছবি নির্মাণ করেছেন। আমরা আর ওরকম ছবি পাব না। তাঁর ছবি বাঙালি আপন করে নিয়েছিল। হলভর্তি করে লোক, তিনটে-চারটে করে শো।'তরুণ একাধিক ছবির কথা উল্লেখ করেন পরিচালক গৌতম ঘোষ। বিশেষ করে উল্লেখ করেন সংসার সীমান্তে এবং গণদেবতার কথা। 'উনি যখন কাজ করতেন। প্রতিটি জিনিস প্রস্তুত না হওয়ার পর্যন্ত কাজ করতেন না। ছবি ঠিক থাকলে শুটিং শুরু করতেন। ওঁর কাজ থেকে অনেককিছু শেখার রয়েছে। আমিও শিখেছি।'ওঁকে আপাতদৃষ্টিতে দেখলে গম্ভীর মনে হতো। কিন্তু উনি খুব রসিক ছিলেন