‘কোনও মামলায় রায় বা নির্দেশের কারণে বিচারপতিদেরকে ব্যক্তিগত আক্রমণ করার ঘটনা ভয়ঙ্কর পরিণামের ইঙ্গিতবাহী।’ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালার। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বিচারপতি বলেন, ‘আইন এ বিষয়ে কী ভাবছে তা না ভেবে এখন সংবাদমাধ্যম কী ভাবছে, তা নিয়ে বিচারপতিদের ভাবতে হবে।’ শুক্রবার বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে তীব্র ভর্ত্সনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ। তারপরই নেটমাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।