ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়। পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম এক ক্রেতা। কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। সকাল সোয়া ৮টা নাগাদ পার্ক সার্কাস বাজারে তিনতলার কার্নিসের একাংশ ভেঙে একটি দোকানের ছাউনির ওপর পড়ে ভাঙা অংশ ছিটকে যায়। তাতেই মাথায় চোট পান ওই ক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজারের বেহাল দশা নিয়ে পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।