হাজার বছরের বিবর্তনের পথ পাঁড়ি দিয়ে জন্ম নিয়েছে আজকেই এই বাংলা ভাষা। ড. মুহাম্মাদ শহীদুল্লাহ- এর মতে বাংলা ভাষার জন্ম ১০ম শতকের ৬৫০ খ্রিস্টাব্দে গৌড়ীয় প্রাকৃতের গৌড়ীয় অপভ্রংশের বঙ্গকামরূপী ভাষা থেকে। আর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যয়ের মতে বাংলা ভাষার জন্ম হয় ১০ম শতকের ৯৫০ খ্রিস্টাব্দে মাগধী প্রাকৃত থেকে…