ভাটপাড়ার পর এবার জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুন। রাতে মদের আসরে পরিচিতর হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। প্রতিবেশীদের বক্তব্য, নাইট শিফটে কাজে যোগ দিতে যাচ্ছিলেন টিটাগড় জুটমিলের এই শ্রমিক। বাড়ির সামনে গুলি করা হয়। প্রশাসনের কাছে প্রশ্ন, ছোট ছোট বাচ্চাদের কাছে আগ্নেয়াস্ত্র আসছে কী করে ?