খেলোয়াড় হিসাবে তিনি নিজে ছিলেন কিংবদন্তি। অবসরের পরও ব্যাডমিন্টন কোর্টকে ছাড়তে পারেননি। ভবিষ্যতের তারকা তৈরিতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। তাঁর হাত ধরেই সাইনা নেহওয়াল (Saina Nehwal), পি ভি সিন্ধুর (PV Sindhu) উঠে আসা। সেই পুল্লেলা গোপীচন্দ (Pullela Gopichand) এবার যুক্ত হলেন বাংলার ব্যাডমিন্টনের সঙ্গে। হরিনাভিতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির অন্যতম কোচ হিসাবে দায়িত্ব নিলেন। শনিবার অ্যাকাডেমির উদ্বোধনে এসে খোলামেলা আড্ডা দিলেন এবিপি আনন্দের ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবিপি লাইভের সঙ্গে। বাংলার ব্যাডমিন্টন নিয়ে পরিকল্পনা থেকে শুরু করে ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের রোডম্যাপ, সাইনা-সিন্ধুর সাম্প্রতিক ফর্ম থেকে শুরু করে থোমাস কাপের সাফল্য, সব বিষয়েই অকপট গুরু গোপী।