পূর্ব মেদিনীপুরের মারিশদায় শুভেন্দুর কনভয়-দুর্ঘটনায় প্রকাশ্যে সিসি ফুটেজ।কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দুর কনভয়? ঠিক কী হয়েছিল মারিশদায়? গতকাল দুপুর ১.১৫: নন্দকুমারের দিকে যাচ্ছিল দিঘা-কল্যাণী রুটের বাস।‘দুরমুঠে পেট্রোল পাম্পের সামনে হঠাৎ ডান দিকে বাঁক নেয় বাস’।'বাসের ঠিক পিছনেই ছিল শুভেন্দু অধিকারীর কনভয়’।‘হঠাৎ বাস টার্ন নেওয়ায় ডান দিক চেপে এগিয়ে যায় কনভয়ের একটি গাড়ি’‘সামনে একটি বাইক চলে আসায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে কনভয়ের গাড়ি’।‘বাইককে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি’।‘লরিতে ধাক্কা মারার পরেই বাম দিক থেকে এসে দাঁড়িয়ে যান শুভেন্দুরা’।‘প্রায় ৭ মিনিট দাঁড়িয়ে থাকার পরে বেরিয়ে যায় শুভেন্দু অধিকারীর কনভয়’।‘এর কিছুক্ষণ পরেই বৃষ্টির মধ্যে পালিয়ে যায় লরি’।পূর্ব মেদিনীপুরে মারিশদায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা নিয়ে দাবি প্রত্যক্ষদর্শীদের