রোহিঙ্গা শরণার্থী সঙ্কট নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠাতে সে দেশের সরকারের সঙ্গে কথা বলেছে তারা। সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লি সফরে এসে প্রধান মন্ত্রী সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলবেন বলে বাংলাদেশ সরকার সূত্রের খবর। রোহিঙ্গা শিবির থেকে এবিপি আনন্দর বিশেষ প্রতিবেদন।