গতকাল বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে ডিটোনেটর। আজ সকালে নলহাটির লখনামারা গ্রামের একটি গোডাউনে হানা দিয়ে ৩০০ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট ও প্রচুর পরিমাণে ডিটোনেটর উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড লাগোয়া লখনামারা গ্রামে একটি গোডাউনে মজুত ছিল অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এসটিএফ। অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক তৈরিতে কাজে লাগে। সেই কারণে এত পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট কেন মজুত করা হয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।