গিরিশপার্কের নরসিংহ দাঁয়ের বাড়িতেও আজ রথের দিন হল দুর্গার কাঠামো পুজো। রথের দিন কাঠামো পুজোর এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। রথে গৃহদেবতা নারায়ণের বিগ্রহ বসিয়ে প্রথমে রথ টানা হয়। তারপর হয় কাঠামো পুজো। দাঁ বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই।