Rath Yatra 2022: শোভাযাত্রায় ওড়িশি নৃত্য, ছেড়াপহরা, ২ বছর পরে স্বাভাবিক ছন্দে পুরীর রথের অনুষ্ঠান

ABP Ananda 2022-07-01

Views 22

পুরীতে রথযাত্রার উত্‍সব শুরু। শোভাযাত্রা করে বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের বিগ্রহকে আনা হচ্ছে মন্দিরের বাইরে। এরপর বিগ্রহের রথে আরোহণের পর্ব। তারপর ছেড়াপহরা। পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার পর গড়াবে রথের চাকা। ২ বছর কোভিড বিধির পর এবার ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। মন্দির চত্বরে ঢল নেমেছে ভক্তদের। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS