মহারাষ্ট্রের (Maharastra) মহানাটকে মহা চমক। বিজেপির (BJP) সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। শেষমুহূর্তে উপ মুখ্যমন্ত্রী ফড়ণবীস। শুভেন্দুর (Suvendu Adhikari) পর সারদাকাণ্ডে (Sarada Scam) সুদীপ্ত সেনের মুখে মুকুল, অধীর। মা সারদা নিয়ে তৃণমূল বিধায়ক নির্মল-বাণী। ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন।