হোয়াটসঅ্যাপ অকেজো করে প্রতারণার নতুন ফাঁদ কলকাতায়। ‘বিভিন্ন অছিলায় ফোন করে একটি নম্বর ডায়াল করতে বলছে প্রতারকরা, সেই নম্বর ডায়াল করলেই মোবাইল নম্বর ডাইভার্ট হয়ে যাচ্ছে প্রতারকের কাছে,তারপরই হ্যাক হচ্ছে মোবাইলের হোয়াটসঅ্যাপ’। পরিচিত ব্যক্তিদের থেকে টাকা চেয়ে করা হচ্ছে মেসেজ, দাবি পুলিশের। কলকাতা পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের। এমন ঘটনার সম্মুখীন হলে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগের পরামর্শ পুলিশের।