Alipurduar Clash: মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারে তৃণমূল ও যুব তৃণমূল নেতৃত্বের সংঘাত। Bangla News

ABP Ananda 2022-06-30

Views 29

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারে তৃণমূল ও যুব তৃণমূল নেতৃত্বের সংঘাত। পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ। ওসি-কে ঘিরে বিক্ষোভ। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সহ সভাপতি সূর্য দত্তর অভিযোগ, দলের এক নম্বর ব্লক সভাপতি মনোরঞ্জন দে ও অঞ্চল সভাপতি সুকান্ত দে-র মদতে তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এমনকি, তাঁর এক অনুগামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এ নিয়ে পাল্টা নালিশ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে বলে তৃণমূলের ব্লক যুব সহ সভাপতির অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে অস্বীকার তৃণমূলের অঞ্চল সভাপতির। প্রতিক্রিয়া মেলেনি ব্লক সভাপতির। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়াও এখনও মেলেনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS