আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সময় এলে নাম বলব ষড়যন্ত্রকারীদের। বিস্ফোরক দাবি বগটুইকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের। এদিন তাঁকে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। আনারুল দাবি করেন, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন আনারুল, পাল্টা দাবি বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের।