মাহেশে, ৬২৬ বছর ধরে পূজিত হয়ে আসছে জগন্নাথ দেবের দারু বিগ্রহ। রীতি অনুযায়ী, রথযাত্রার পনেরো দিন আগে, হয় স্নান যাত্রা। দুধ-গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। স্নানের পর, জ্বর আসায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ. অঙ্গরাগ হয় তার।তারপর কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়ে। এই সময় ভক্তদের জন্য বন্ধ থাকে জগন্নাথ মন্দিরের দরজা। এই পর্ব পেরিয়ে, বুধবার ফের, ভক্তদের উদ্দেশে খুলে দেওয়া হল মন্দির।