জিটিএ-এর ৪৫টি আসনের ভোটগণনা। পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ডালি আসনে জয়ী বিনয় তামাঙ্গ। জয়ী তৃণমূল প্রার্থী বিনয় তামাঙ্গ। সোনাদা আসনে জয়ী অনীত থাপার দল। জয়ী গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা। রিম্বিকে এগিয়ে অনীত থাপার দল। জিটিএ-র ৩৩ ও ৩৪ নম্বর আসনে জয়ী নির্দল প্রার্থী বিকাশ রাই ও অনুপ ছেত্রী।বিজনবাড়িতে এগিয়ে হামরো পার্টির প্রার্থী