গ্যাংটকে ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা ও দুই ছেলের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সোয়া ১টা নাগাদ রঙ্গে দোকান দারা এলাকায় বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ির ওপর ধস নামে। গৃহকর্তার খোঁজ মেলেনি। তাঁর স্ত্রী ডোমা শেরপা এবং ৭ মাস ও ১০ বছরের দুই ছেলের মৃত্যু হয়। উদ্ধারকাজ চালাচ্ছে SDRF, দমকল ও পুলিশ।