স্ত্রীকে ফেরানোর দাবিতে এক হাতে বোমা, আরেক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেসবুকে পুলিশকে হুমকি। ভাইরাল ভিডিও ঘিরে মালদায় চাঞ্চল্য। নেমুয়া গ্রাম থেকে দেব বল্লভ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ। ধৃতের কাছে থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, একটি তাজা বোমা ও ২টি পেট্রোল বোমা। পুলিশ সূত্রে খবর, পেশায় কৃষক দেব বল্লভের বছর দুয়েক আগে বিবাহ বিচ্ছেদ হয়। ছেলেকে নিয়ে চলে যান স্ত্রী। স্থানীয়দের দাবি, তারপর থেকে নিজেকে গৃহবন্দি করেন ওই কৃষক। সম্প্রতি বোমা-আগ্নেয়াস্ত্র হাতে তাঁর ফেসবুকে হুমকির ভিডিও ভাইরাল হয়। সেটা দেখে টনক নড়ে পুলিশের। কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র ও বোমা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।