শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সোমবার পথে নেমেছে তৃণমূল। এদিন কর্মসূচি থেকে কুণাল ঘোষ বলেন, মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁকে ডাকেনি কেন্দ্রীয় এজেন্সি। যদিও, বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তো, তৃণমূল শুভেন্দুর সঙ্গে তাঁরও গ্রেফতারির দাবি করত। এখন তাঁদের সুর বদল কেন?