মাঠে ক’টা গাছ আছে গুনতে ২ মিনিট সময় লাগবে না। অথচ সেই গাছ লাগাতেই নাকি খরচ হয়েছে ২ লক্ষ ২২ হাজার টাকা। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় বোলপুরে গাছ লাগানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে, পঞ্চায়েত সচিবের দাবি, বিডিও অফিস থেকে ঠিকমতো গাছ আসেনি। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের ঘাড়ে দায় ঠেলেছেন বিডিও।