হেয়ার স্ট্রিট থানার পরে বটতলা থানার মামলাতেও রোদ্দুরের জামিন। বটতলা থানার মামলাতেও ইউটিউবার রোদ্দুর রায়ের জামিন। "জাতীয় পতাকার অবমাননা, ভিডিওতে ক্ষমা চাইতে হবে রোদ্দুরকে।'' রোদ্দুরকে ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইতে নির্দেশ আদালতের। আপাতত কলকাতা পুলিশের সব মামলায় রোদ্দুর রায়ের জামিন। প্রেসিডেন্সি জেল থেকে আজ রাতেই ছাড়া পেতে পারেন রোদ্দুর