শুভেন্দু অধিকারীকে গ্রেফতারি দাবি তৃণমূলের। এদিন কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী কাঁথিতে কী কী ভাবে টাকা নিয়েছেন সেটা জানিয়েছেন সুদীপ্ত সেন। আমি জানি সিবিআই অফিসাররা জানেন, কারা সুযোগ পেয়েছেন। বিজেপিতে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁরা সহ সব কজন ষড়যন্ত্রী এবং সুবিধাভোগীদের গ্রেফতার করতে হবে।''' দাবি কুণাল ঘোষের।