করোনা-হানায় কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) বাতিল হয়ে গেল পরীক্ষা। সময়মতো, প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছিলেন পরীক্ষক। ছিল সমস্ত ব্যবস্থা। কিন্তু, পরীক্ষা দিতে এলেন না কোনও ডাক্তারি পড়ুয়া। কলকাতা মেডিক্যাল কলেজে, শূন্যই রইল পরীক্ষার হল। সোমবার থেকে, কলেজের MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে, মেডিক্যাল কলেজে একের পর এক ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হচ্ছিলেন।