কংগ্রেস জিততেই উত্তপ্ত আগরতলা। আগরতলায় কংগ্রেসের অফিসে হামলা। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রক্তাক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা। এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, "একটা আসনে জিতে ভাবখানা এমন করছে যেন রাজ্য জয় করে নিয়েছে। লজ্জা থাকা উচিত। জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের।"