স্বাধীনতার লড়াইয়ের জন্য তৈরি লড়াকু ‘শামশেরা’। এদিকে ‘লাল সিং চড্ডা’-র গানে বিভোর করিনা কপূর। শাহরুখের ক্যামিওয় মাধবনের ‘রকেট্রি’ আসছে বড় পর্দায়। অ্যাকশন-অ্যাডভেঞ্চারে থ্রিডি দুনিয়ায় নিয়ে যেতে তৈরি ‘বিক্রান্ত রোনা’। রাজকুমার রাও, সান্য মালহোত্র, মিলিন্দ গুনাজি-র ছবি ‘হিট - দ্য ফার্স্ট কেস’-এর ট্রেলার এল প্রকাশ্যে। নানা প্রশ্নের চটপট জবাবে রাপিড ফায়ারের মুখোমুখি হলেন বিক্রান্ত মেসি, রাধিকা আপ্তে।