মহারাষ্ট্র (Maharastra) মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court)। কংগ্রেস নেত্রী জয়া ঠাকুরের (Jaya Thakur) আর্জি সুপ্রিম কোর্টে (Supreme Court)। ২৯ জুন হবে আবেদনের শুনানি। ‘সরকার ফেলতে ইস্তফা দেওয়া বিধায়কদের ক্ষেত্রে জারি হোক নিষেধাজ্ঞা’। ‘৫ বছর ভোটে লড়ার ক্ষেত্রে জারি হোক নিষেধাজ্ঞা’। আবেদন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুরের। আগের বছরেই এই নিয়ে আবেদন দাখিল করেছিলেন জয়া।